বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরকারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বোদা উপজেলা জামায়াত। গতকাল এ সহয়তা প্রদান করা হয়। জানা যায়, উপজেলার ৫ নং বড়শশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরকারপাড়ায় সায়েদ আলী নামে এক ব্যক্তির বাসায় গত সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ঘরবাড়ি সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ জাহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওঃ তসলিম উদ্দীন, বড়শশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই ও ইউপি সদস্য মোঃ আব্দুল ওহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, “মানবিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা এই পরিবারের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা স্থানীয় নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়াবে।