উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার উদ্যোগে সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে রোববার (২০ এপ্রিল) সকালে জগজীবনপুর গ্রামের অসহায় বয়োবৃদ্ধ ছাবেদ আলী নাপিতকে ৪টি ছাগল, সেলাই মেশিন, ও নগদ ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে। দেশে যেকোনো দুর্যোগ মুহূর্তে জামায়াতের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যাকবলিত এলাকার অসহায় মানুষদের সহযোগিতা করেছে। অগ্নিকা- বা সড়ক দুর্ঘটনার খবর পেলে জামায়াতের লোকেরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। জামায়াত সব সময়ই অসহায় বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে।

রাসূল (সা:) এর দেখানো পথেই কল্যাণ রয়েছে। রাসূল (সা:) বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাআলা তার উপর দয়া করেন। সুতরাং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য ভালো কাজ করতে হবে, সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী সমাজ কায়েম হলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়তের আমীর, সিরাজগঞ্জ-১ কাজীপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলম, সলঙ্গা থানা জামাতের আমীর রাশেদুল ইসলাম শহীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানা সভাপতি আনিসুর রহমান, সলঙ্গা ইউনিয়ন জামাতের আমীর কে এম হারুন অর রশিদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।