জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণভোটসহ ৫ দফা দাবিতে গাজীপুর জেলা জামায়াতে ইসলামী এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি শফি উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনিসুর রহমান বিশ্বাস। এছাড়াও কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করা হলে দেশের রাজনীতি আরও গণমুখী ও অংশগ্রহণমূলক হবে।” তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট দমননীতি ও রাজনৈতিক নিপীড়নের অবসান ঘটানো এবং দুর্নীতি ও অন্যায়ের বিচার দৃশ্যমান করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল, যা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সারাদেশে শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমে পাঁচ দফা দাবির বাস্তবায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।