পিরোজপুর সংবাদদাতা : ৭ ডিসেম্বর রবিবার সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসকের সভা কক্ষে (শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষ) পিরোজপুরের সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবু সাঈদ এর সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনিসহ জেলা প্রশাসনের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে পিরোজপুর জেলার শিক্ষা-স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, নদী খনন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধ, বিভিন্ন উপজেলার সমস্যাসমূহ চিহ্নিত করে দূরীকরণের উদ্যোগ গ্রহণ, নির্বাচন সংক্রান্ত ভোটার এডুকেশনসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। সাংবাদিকবৃন্দ প্রয়োজনের সময়ে যাতে জেলা প্রশাসনের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। আগামী নির্বাচনে ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোকে এখনই চিহ্নিত করে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ দান করেন। এছাড়াও বক্তারা হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা, শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা দূর করা, আইন-শৃঙ্খলার উন্নতি করা, মাদক দ্রব্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্বাচনকালীন অসাংবাদিকদে কার্ড প্রদান না করা হয় সে ব্যাপারে দৃষ্টি রাখার আহ্বান জানান। বলেশ্বর নদীতে নাব্যতা ফিরিয়ে আনা, দামোদর খাল খনন, পিরোজপুর কাঁচা বাজারের সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে বাজার সম্প্রসারণ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ আগামী দিনে সকলের পরামর্শ নিয়ে সুন্দর একটি পিরোজপুর পরিচালনায় দৃঢ ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিকরা হলো প্রশাসনের পরিপূরক শক্তি। সামনের দিনগুলোতে আমি আপনাদের কাছ থেকে আরও বেশি পরামর্শ এবং সহযোগিতা প্রত্যাশা করছি। আপনারা সমাজের বিভিন্ন জায়গা থেকে প্রকৃত সমস্যাগুলো সামনে তুলে ধরবেন, আমি সে অনুযায়ী সাধ্যমত নিরপেক্ষ ভূমিকা পালন করে এগিয়ে যাব।
সভায় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, মাহমুদ হোসেন শুকুর, মনিরুজ্জামান নাসিম আলী, ফিরোজ রব্বানী, জিয়াউল হাসান, জিয়াউল হক, সোহরাব হোসাইন জুয়েল, নেছারাবাদ উপজেলা প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা, জিয়ানগর প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিনসহ অন্যান্য উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।