ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঠান্ডায় পুরাতন কাপড়ের বাজারে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার পুরাতন কাপরের বাজার ঘুরে দেখা যায় ক্রেতাদের ভিড়। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও ফুলবাড়ীতে চলছে প্রচন্ড ঠান্ডা। আর ঠান্ড যেমন বাড়ে ক্রেতাদের পোশাক কেনার চাহিদাও বাড়ছে।

কুড়িগ্রামের জজকোর্ট মার্কেট, নছর উদ্দিন মার্কেট, ফুলবাড়ি কাছারি মাঠ ঘুরে ঘুরে দেখা যায় পুরাতন কাপড় ক্রেতাদের উপচে পড়া ভিড়। শীতের আবহাওয়া প্রকর হওয়ায় বাড়ছে যেমন শীতের আর্দ্রতা তেমনি পোশাক ক্রেতাদের বাড়ছে আরো চাহিদা। জজ কোর্ট মাঠের কাপড় বিক্রেতার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, শীতের আর্দ্রতা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি আমাদের কাপড় বিক্রয় করার জন্য কাস্টমরো দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে। কাপড় ক্রেতা কাস্টমারের কাছে থেকে জানতে চাইলে তারা বলেন, জজকোর্ট মাঠের পোশাকের দাম কম হওয়ায় সহজেই সুলভ মূল্যে ক্রয় করতে পারতেছি। ফুলবাড়িতে ক্রেতাদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন কুড়িগ্রাম জজ কোর্ট মাঠ নছর উদ্দিন মাঠের পোশাক ক্রেতার চাহিদা থেকে ফুলবাড়িতে চাহিদা কম কারণ কুড়িগ্রামের তুলনায় ফুলবাড়ীতে দাম অনেক বেশি। তারপরেও শীতের পোশাক কিনতে হয় কারণ বর্তমান খুবই ঠান্ডা লাগতেছে তাই কিনতে হয়। কুড়িগ্রামের ধরলা ব্রীজ ও ফুলবাড়ির কবির মাহমুদ খামারের বাজার, কাশেম বাজার এলাকার প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে দেখা যায় মানুষজন ঠান্ডা কাটাতে শীতে আগুন তাপাচ্ছে। জানতে চাইলে তারা বলেন, বাবারে আমাদের দামি পোশাক ও ভারী পোশাক না থাকায় আগুন তাপাতে হয়। আমাদের কেউ কম্বলও দেয়না শীতের পোশাকও দেয় না।