বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা আপসহীনভাবে কাজ করতে চাই। খুলনা-২ আসনের উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তাহলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গতকাল বুধবার দিনব্যাপী নগরীর ডাকবাংলো, বড় বাজার, খুলনা সদর হাসপাতাল রোড, মসলা পট্টি, কদদমতলা, হুগলি বেকারী মোড়, নিক্সন মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন। এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, খুলনা জেলা স্কুলের সবেক প্রধান শিক্ষক আমানত স্যার, ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, লবণচরা থানা সেক্রেটারি মাহমুদুল হাসান জিকো, ২১ নং ওয়ার্ডের আমীর মাওলানা আল মামুন, আবুল কাশেম, ইসরাফিল, মোস্তাফিজুর রহমান, তালহা, ব্যাংকার আরিফুল হক মোল্লা, ফজলে রাব্বি, তারেক, মহসিন, নবিন, রনি, জুবায়ের, হুমায়ন, এম কাদের, হিরু, টুটুল, সালাউদ্দীন, হাফেজ লুৎফর রহমান, শিপন, পারভেজ, মে. আবুল বাসার, রেদওয়ান, সাদ্দাম প্রমুখ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইল হেলাল বলেন, একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি সার্বিক ও সামাজিক উন্নয়নে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।