গজারিয়া সংবাদদাতা : শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে মুন্সীগঞ্জ স্কলার’স ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় গজারিয়া উপজেলার গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুল কেন্দ্রে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত সর্বমোট ২২৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এই চার বিষয়ের উপর মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল ১০টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত একটানা পরীক্ষা চলে।
মুন্সীগঞ্জ স্কলার’স ফাউন্ডেশনের পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা হলেও এখনো অনেক শিক্ষার্থী সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। জেলার প্রত্যন্ত অঞ্চলসহ সব শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষা নেওয়া নয়; বরং মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতে একটি মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তোলা। আগামী দিনগুলোতে জেলার শিক্ষার মান উন্নয়নে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।