লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গত সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

তিনি বলেন, “গ্রামীণ সড়ক উন্নয়ন শুধু যোগাযোগ সহজ করে না, স্থানীয় অর্থনীতি ও জনজীবনেও বড় পরিবর্তন আনে। তাই বাস্তব চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ঠিক করা জরুরি।”

এলজিইডির কর্মকর্তারা জানান, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিবেচনায় রেখে কোর রোড নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কোন সড়কে আগে উন্নয়ন কার্যক্রম নেয়া উচিত-তা নির্ধারণ করা সহজ হবে।

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা তাদের এলাকার জরুরি সড়কসংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত দেন।