হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীর বড় দিঘীর পাড়, লালিয়ার হাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেইটে ৭ অক্টোবর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘিœত করার অভিযোগে ৪ জনকে আটক করে দ- প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী। অভিযুক্তদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদ- এবং ৪০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে। শাস্তি প্রদান করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার আওতায়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসাধারণের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।