সিরাজগঞ্জ জেলার পাঁচ থানার ওসি জেলাভ্যন্তরে বদলি করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেনের অফিস আদেশে নিম্নোক্ত ওসিদের বদলি করা হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবিরকে সলঙ্গা থানায় এবং সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমানকে সিরাজগঞ্জ সদর থানায়, রায়গঞ্জ থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানিকে সিরাজগঞ্জ সদর পুলিশ অফিসে এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলামকে এনায়েতপুর থানায় বদলি করা হয়।

সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ৫টি থানার ওসিদের বদলি করা হয়েছে।