বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবাসহ একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় চালকের সহকারী শামীম হোসেন (৩০) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মানিকপুর কলাবাগান এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ ট্রাকটি জব্দ করা হয়। আটক শামীম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার খালইভরা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ মানিকপুর কলাবাগান এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় চট্টগ্রাম থেকে পাবনাগামী ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-৯৪৪৩) তল্লাশী চালিয়ে চালকের পাশের সীটের নীচে লুকিয়ে রাখা ৩০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে জানা গেছে। এ সময় মাদক সংরক্ষণের অভিযোগে চালকের সহকারীকে আটক করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।