পিরোজপুর সংবাদদাতা : গত বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক বাজারের ভাই ভাই ওয়াকসপ নামে একটি কৃষি যন্ত্রপাতির দোকানে দুর্বৃত্তদের আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২২ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষক্ষতি হয়েছে বলে দোকান মালিক মো: মাসুম সিকদার জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে সিকদার মল্লিক বাজারের ভাই ভাই ওয়াকসপ নামে ওই মূল্যবান কৃষি যন্ত্রপাতির দোকানে দুর্বৃত্তরা আগুন দিলে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাবার আগেই দোকানটি পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক মো: মাসুম সিকদার বলেন, তিনদিন আগে আমার দোকানে দুর্বৃত্তরা আগুন দেয়ার চেষ্টা করেছিল, আমি গত রাত তিনটা পর্যন্ত দোকান পাহারা দিয়ে বাসায় যাই। কিছুক্ষণ পর হঠাৎ ডাকচিৎকারের শব্দ শুনে গিয়ে দেখি দোকানটি আগুনে পুড়ে যাচ্ছে। স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেছিল।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে তারা অনুমান করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ওসি জানান। অগ্নিকা-ের ঘটনা জানতে পেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাকসহ নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই দোকান মালিককে সাহায্য করার কথা বলেন।