রাজশাহী মহানগরীর একটি বাড়িতে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করছে।

অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধারের পর আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ির পাশে ডক্টর ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান ঘিরে রেখেছে সেনাবাহিনীর একটি দল।

শনিবার ( ১৬ আগস্ট) সকাল থেকে ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভালবার, সঠিক কর্টিজ, ইয়ারগান শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ৬টি, জিপিএস একটি, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটার ছুটি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের ৩৫টি বোতল উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে।

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলের কোন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেননি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেছেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি কিছু জানেন না।