লক্ষ্মীপুর সংবাদদাতা: দাঁড়িপাল্লায় ভোট চেয়ে “পরিবর্তনের পথে অগ্রযাত্রা” মূহ মূহ এই স্লোগানে স্লোগানে মুখরিত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম নির্বাচনী এলাকায় বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন। একই সময়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াতের প্রার্থী এ. আর. হাফিজ উল্লাহও তার নির্বাচনী এলাকায় মোটর সাইকেল শোভাযাত্রা বের করেন। শনিবার (২২ নভেম্বর) সকালে জেলা শহরের আন্ত: জেলা বাস স্ট্যান্ড থেকে রেজাউল করিমের শোভাযাত্রা এবং কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে হাফিজ উল্লাহর শোভাযাত্রা শুরু হয়। রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী; অন্যদিকে হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী। জেলা শহরের ঝুমুর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে ড.রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন-পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে বলেন; আমরা দায়িত্ব পেলে লক্ষ্মীপুরে রেল লাইন, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ইকোনমিক জোন ব্যাপক উন্নয়ন পরিকল্পনা সহ সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করব। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন এবং সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমুখ। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এই বিশাল শোভাযাত্রায় প্রায় তিন হাজার মোটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।