উপজেলার গপিনাথপুরের রহমানিয়া মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজসেবক মো. সোহেল উদ্দিন সুমন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শিহাব উদ্দিন, মো. আবদুল কাইয়ুম, মো. হানিফ মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের গপিনাথপুর বাটুর দোকান থেকে ৪২০০ ফুট দৈর্ঘ্য রহমানিয়া সড়কটি প্রায় ৬-৭ বছর আগে পাকাকরণ করা হয়। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সড়কটি প্রায় ৩ মাস পানির নিচে তলিয়ে ছিল। এতে সড়কের বেশিরভাগ জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। চলতি মৌসুমে প্রবল বর্ষণে সড়কটি আবারো পানির নিচে তলিয়ে গিয়ে খানা-খন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এতে জনগনের যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ দেখা দেয়।

বক্তারা আরো বলেন, এই সড়কের পাশে রহমানিয়া দাখিল মাদ্রাসা’সহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা সদরের অফিস-আদালত, হাসপতালে যাতায়াতের সংযোগ ও জনবহুল বাড়িঘর রয়েছে। সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় এখানে কোন ভারি যানবাহন, শিক্ষার্থী ও জনসাধরণ চলাচল করতে কষ্ট হয়। তাই জনচলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি তোলেন গ্রামবাসী।

সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ বলেন, গেল বছরের বন্যার পর উপজেলায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে। ওই তালিকার রাস্তাগুলো সংস্কারে এখনো কোন বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলে রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে।