রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার ও সংগঠন শক্তিশালীকরণে ভূমিহীনদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-এর সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা রহমত আলী এবং সঞ্চালনা করেন রফিকুল ইসলাম। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, বিআরডিপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম এবং ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।