বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, এই দেশ জনগণের, কোনো দুষ্টচক্রের নয়। ষড়যন্ত্র ও দমন-পীড়নের মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হচ্ছে। এখন সময় এসেছে দুষ্টচক্রের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করে জনতার হাতে ফিরিয়ে দেয়ার। আর ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ একটি গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে।

মঙ্গলবার বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নির্বাচনি দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক সংকটে। একটি পক্ষ রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে জনগণের মতকে দমন করছে, বিগত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনি ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে জনগণকেই জাগতে হবে।

তিনি বলেন, চট্টগ্রাম-১৬ আসনের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা নির্বাচনমুখী দল হিসেবে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে দায়িত্বশীলদের আন্তরিকতা ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী স্বৈরশাসক জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার আজ হুমকির মুখে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যা কেবলমাত্র সংগঠিত গণআন্দোলনের মাধ্যমে সম্ভব।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি ও সদস্য সচিব এড মু নাছেরের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল এবং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন আসন কমিটির সদস্য মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, মোক্তার হোসাইন সিকদার, মাওলানা মহিউদ্দিন, জি এম সাইফুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মামনুল হক প্রমুখ।