দি-মেঘালয় টি এস্টেট’র নামে চা-বাগান ইজারা বাতিলকরণে জীবন দিয়ে হলেও আমাদের শত বছরের বাপ-দাদার বসতভিটার ভূমি রক্ষা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় চারিকাটা ইউনিয়নের জনগণ। জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের অর্ন্তগত পাঁচ’টি মৌজার অকৃষি সরকারি খাস জমি দি-মেঘালয় টি এস্টেট নামীয় ইজারা বাতিলকরণ ও জমিতে বসবাসরত ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা করার দাবি জানিয়ে এলাকাবাসি আয়োজিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলার চারিকাটা ইউনিয়নের ৫টি মৌজার অন্তত ২ হাজার ৩শ’ পরিবারের ভোগ-দখলীয় জায়গার অন্তভূক্ত ভূমিতে দি মেঘালয় টি এষ্টেট চা-বাগানের নামে লীজ দেওয়া ভূমির ইজারা বাতিল করত: ভূমিহীনদের বসতবাড়ী রক্ষা ও স্থানীয়দের মধ্যে স্থায়ী
ভাবে জায়গা বন্দোবস্ত প্রদান এবং সীমানা নির্দারণ কার্যক্রম বন্ধের দাবীতে স্থানীয় চারিকাটা এলাকাবাসি আয়োজিত এই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।