পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত সফিকুল ইসলাম (দর্জি) এর পরিবারকে মানবিক সহায়তা করেছে জামায়াতে ইসলামী। সম্প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে শুকনো খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা তুলে দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. ইকবাল হোসাইন।
পঞ্চগড় সদর উপজেলার জগদল পূর্ব সর্দার পাড়া গ্রামের সফিকুল ইসলাম দর্জির বাড়িতে টিনশেড ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকা-ে তার ঘরের গরু-ছাগল, মুরগী- কবুতরসহ সব আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি অসহায় হয়ে পড়ে।
এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. ইকবাল হোসাইন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে খাদ্যসামগ্রীসহ কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ৩নং পঞ্চগড় সদর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি লতিফুর রহমান, যুব বিভাগের সভাপতি আলিফ সায়মন আকতার রনি, সেক্রেটারি বিপ্লব হোসেন, সাবেক ছাত্র নেতা সানাউল্লাহ প্রমুখ । জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও. ইকবাল হোসাইন বিপদগ্রস্ত পরিবারটিকে সান্ত¡না দেন। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যে কোন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।