বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইতোমধ্যে ১০টি ইউনিয়নে ১৫০টি করে মোট ১৫০০ পিস কম্বল এবং পৌরসভায় ১০০ পিসসহ মোট ২০০০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। বোদা উপজেলায় গত কয়েকদিন ধরে তীব্র শীত ও কনকনে ঠান্ডা বয়ে যাচ্ছে, যা দরিদ্র ও ছিন্নমূল মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এ পরিস্থিতিতে শীতবস্ত্রের চাহিদা অনেক বেড়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পিআইও ওয়ালিফ মন্ডলসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া সদর ইউনিয়নের সাওতাল সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে কিছু স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওগুলো শীতবস্ত্র বিতরণ করলেও তা পর্যাপ্ত নয়, তাই অন্যান্য এনজিওগুলোকেও এগিয়ে আসা দরকার।
গ্রাম-গঞ্জ-শহর
বোদায় শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড়ের বোদা উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইতোমধ্যে ১০টি ইউনিয়নে ১৫০টি করে মোট ১৫০০ পিস কম্বল