রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার নামাপাড়া এলাকায় সরকারি রাস্তার পাশে লাগানো প্রায় ৪৫টি গাছ গোপনে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসারের বনমালী মো. আব্দুল্লাহ ও তার পিতা মো. জহুরুল হকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র এবং লিখিত অভিযোগ অনুযায়ী, এসব গাছ কাটা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এবং সরাসরি যুক্ত ছিলেন তার ঘনিষ্ঠজন ভাগ্নে, বনমালী মো. আব্দুল্লাহ ও তার পিতা মো. জহুরুল হক।
নামাপাড়ার বাসিন্দা ভুক্তভোগী মোছা. বাছিরন নেছা ও মো. বাহেজ আলী। তাদের দাবি, বহু বছর আগে সরকারি রাস্তার পাশে তারা ইউক্লিপ্টাস, মেহগনি, আম, কাঁঠালসহ ৪৫টি গাছ রোপণ করেছিলেন। যার মাঝে ৪০ টি ইউক্লিপ্টাস। হঠাৎ করেই এগুলো কেটে নেওয়া হয়। তারা আরো জানান, রোপিত গাছের সকল প্রকার পরিচর্যা বিষয়ক ১৫ বছর আগের রাজিবপুর ইউনিয়ন কর্তৃক বৈধ চুক্তিও রয়েছে।