গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে মতবিনিময় সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের দেওয়া বক্তব্যের জেরে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলী ছোড়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুইজন গুলীবিদ্ধ হওয়ার দাবি করেছে একপক্ষ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা ও পৌর বিএনপিকে সংগঠিত করার লক্ষে আয়োজিত সভার শেষদিকে শনিবার রাত পৌনে ১০টায় শহরের চাঁচকৈড় শিক্ষা সংঘ চত্বরে এ ঘটনা ঘটে। সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। পরে রাত তিনটার দিকে দুই গ্রুপের নেতা পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন যৌথবাহিনীর সদস্যরা। রবিবার দুপুর পর্যন্ত ওই দুই নেতাকে থানা হেফাজতে রাখা হয়।

সংঘর্ষ চলাকালে গুলীবিদ্ধ হন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন। তারা বিএনপি নেতা আব্দুল আজিজ ও বাবলুর সমর্থক। আব্দুল আজিজের পক্ষে অবস্থান নেন পৌর বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান বাবলু ও ব্যারিস্টার রঞ্জুর পক্ষে রয়েছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার। তারা দুজনই গুরুদাসপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী। প্রার্থীতা ঘোষণার পর থেকেই এই দুই নেতার মধ্যে কোন্দল চলে আসছে। এ ঘটনায় তারা একে অপরকে দুষছেন।