বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘সংগঠন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। ইসলামী রাষ্ট্র হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা। এখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। কল্যাণ রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআন প্রেমিকদের। আমরা নির্বাচনে বিজয় লাভ করলে ন্যায় ও ইনসাফ ভিত্তি এদেশ পরিচালনা করব। তাই আমি দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।’ গতকাল বুধবার খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১৪ নং ওয়ার্ডের রায়ের মহল বড় মসজিদের সামনে থেকে গনসংযোগ শুরু হয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ১৪ নং ওয়ার্ডের আমীর মাওলানা মুফতি ইমরান হুসাইন, সেক্রেটারি হাফেজ জি এম আব্দুল্লাহ, মন্তাজুর রহমান, নাজিমুদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম, আবুল কাশেম, শওকত হোসেন, হোসেন আলী, সালমান ফারসী, ইঞ্জি. মইনুল হক, কামাল হীসেন, মাওলানা মোস্তফা কামাল, সিদ্দিক কামাল, এসকেন্দার আলী, মেহেদী হাসান রনি, এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আবুল বাশার, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম আরিফ, বদরুদ্দোজা আল মামুন, কুতুবউদ্দিন রব্বানী, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, সারাদেশে কিছু রাজনৈতিক সংগঠন ক্ষমতায় না যেতেই দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। তাদের কারণে মানুষের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, “জামায়াত ইসলামী গণমানুষের দল। আমরা দৃঢ়প্রতিজ্ঞা, ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে। ইনশাআল্লাহ, জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই দেশপ্রেমিক দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ। তিনি বলেন, খালিশপুরে কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব।