সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন।

শিয়ালকোল ইউনিয়নের প্রাণকেন্দ্র আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শিবিরের সাবেক দায়িত্বশীল (সদস্য, সদস্য প্রার্থী, সাথী ও কর্মীগণ) উপস্থিত হয়।

শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ও জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মো. শাহাদত হোসাইন, সিরাজগঞ্জ সদর উপজেলার আমীর এ্যাডভোকেট নাজিম উদ্দিনসহ উপজেলার দায়িত্বশীলসহ ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন শহীদদের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ফ্যাসিস্ট হাসিনাসহ সকল খুনীর বিচার দাবি করেন। আগামীর নির্বাচনে সকলকে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুস সালাম ঈদ পুনর্মিলনী সুন্দরভাবে শেষ করতে পেরে শুকরিয়া আদায় করে অতিথিদের আলোচনার আলোকে কাজ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।