ভোলা সংবাদদাতা: ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানের ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষক, শিক্ষার্থী ও পাইলটসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন শতাধিক আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনায় ভোলা জেলা জামায়াতে ইসলামী এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

ভোলা জেলা জামায়াত অফিসে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অধ্যাপক আমির হোসেন, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ইসমাইল হোসেন মনির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জাকির হোসাইন, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কামাল হোসাইন, ভোলা সদর উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, ভোলা পৌর আমীর মো. রুহুল আমিন, পৌর নায়েবে আমীর অধ্যক্ষ মীর শরীফ, চরফ্যাশন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, লালমোহন উপজেলা আমীর মাওলানা হাসান তারিখ হাওলাদার, দৌলতখান উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা আমীর।