পাবনা সংবাদদাতা : দৈনিক জীবনকথার প্রতিষ্ঠাবার্ষিকীর পাবনা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক জীবনকথা পত্রিকা ২০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার প্রকাশক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সম্পাদক এ এস এম আব্দুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি আর.ডি.সি চৌধুরী আল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হুসাইন, অধ্যাপক আব্দুল গাফফার খান, প্রতিষ্ঠাকালীন সম্পাদক মাওলানা আব্দুর
রউফ আনসারী, উপদেষ্টা ম-লীর সদস্য সচিব সাজ্জাদ হোসেন রাজু,বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবিদ হাসান, দৈনিক এ যুগের দ্বীপ সম্পাদক ওমর সরকার, দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, বাংলাদেশ অলেম্পিক এসোসিয়েশন পাবনা জেলা সেক্রেটারি রেজাউল হোসেন বাদশা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি প্রবাস চন্দ্র ভদ্র, বিশিষ্ট ক্রীড়াবিদ নেছার আহমেদ নান্নু, শফিক গ্রুপের চেয়ারম্যান শফিকুর রহমান, আটঘরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফিরোজ হোসেন প্রমুখ।