ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার রুকন সম্মেলন গতকাল মঙ্গলবার বিকেলে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরী আমীর ও নির্বাচন পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ।

এতে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শূরা সদস্য সহ সর্বস্তরের রুকনরা অংশগ্রহণ করেন। তাঁরা আনুপাতিক হারে প্রাপ্ত ফেনী জেলায় তিনজন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গোপন ব্যালটে ভোট দিয়ে নির্বাচন করেন। এর আগে একই দিন একই স্থানে মহিলা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। তাঁরাও যথারীতি ভোট প্রদান করেন।এই ভোটের ফলাফল পরবর্তীতে কেন্দ্র থেকে একযোগে সকল জেলার নির্বাচিত মজলিসে শূরা সদস্যদের নাম ঘোষণা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ২০২৬-২৮ সেসন খুবই গুরুত্বপূর্ণ।কারন এই সেসনের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা র য়েছে। ইসলামী আন্দোলন দিনদিন সম্প্রসারিত হচ্ছে।এই আন্দোলন গণমানুষের আন্দোলনে পরিনত হয়েছে, এজন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন।

এখন কাজ হচ্ছে দাড়িপাল্লার পক্ষে ডোর টু ডোর পৌছতে হবে। ষড়যন্ত্র আগেও ছিল এখন আরো বেশী নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতাকে তারা হত্যা করেছে।আরেকজন মতিউর রহমান নিজামী আমরা পাবো কিনা জানিনা। শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নিতে হবে নির্বাচনের মাধ্যমে।তিনি বলেন,আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে মুফতি আবদুল হান্নান বলেন, আমাদের মূল কাজ হচ্ছে প্রার্থীদের বিজয়ী করা। জামায়াতের ঘাঁটি হচ্ছে ফেনী জেলা। আমরা আমাদের প্রার্থীদের বিজয়ী করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। আল্লাহ সাঈদী সাহেবের দোয়া কবুল করেছেন। জালেমদের ধ্বংস হয়েছে।