মুন্সীগঞ্জ জেলার অন্যতম শ্রদ্ধায়ী আলেমে দ্বীন ইসলাম পুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গভনিং বডির সভাপতি মাদরাসা শিক্ষক পরিষদের সাবেক সভাপতি মাওলানা এ বি এম মহিউদ্দিন হোসাইনী। ১লা সেপ্টেম্বর ঢাকা অরোরা হসপিটালে তিনি ইন্তিকাল করেন (ইন্না-লিল্লাহ অ ইন্না-লিল্লাহ রজিউন)-এর আগে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে সকাল ৮টায় স্টোক করেন এবং তাকে দ্রুত কাকরাইলে অরোরা হসপিটালে নেয়া হয়। সেখানে আইসিইউতে সকাল ১০টায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৮ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য আ জ ম রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এ কে এম ফখরুদ্দীন রাজী, সহ আরো অনেকে। বাদ আছর ইসলামপুর কামিল মাদরাসা মাঠে জানাযা শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মধুপুরের পীর সাহেব মাওলানা মুফতি আব্দুল হামিদ, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আবু বক্কার সিদ্দিক বিএনপি নেতা শেখ আব্দুল্লাহ, মোঃ মমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক মুন্সিগঞ্জ জেলা আমির আব্দুল আউয়াল জেহাদি পঞ্চসার ফাজিল ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবু জাফর।
গ্রাম-গঞ্জ-শহর
মুন্সীগঞ্জ জেলার বিখ্যাত আলেমে দ্বীন মাওলানা মহিউদ্দিনের ইন্তিকাল
মুন্সীগঞ্জ জেলার অন্যতম শ্রদ্ধায়ী আলেমে দ্বীন ইসলাম পুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও গভনিং বডির সভাপতি মাদরাসা শিক্ষক পরিষদের সাবেক সভাপতি মাওলানা এ বি এম মহিউদ্দিন হোসাইনী। ১লা সেপ্টেম্বর ঢাকা অরোরা
Printed Edition