জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সাধারণ সম্পাদক হামিদুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। মেট্রোপলিটন সেশন জজ আদালতে এসব মামলায় জামিন শুনানি হবে রোববার।
নগরীর পাঁচলাইশ ও সদরঘাট থানায় বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে জ¦ালানী খাতের মাফিয়া চক্রটি আওয়ামী লীগের আমলে জাতীয় শ্রমিক লীগের অর্ন্তভুক্ত মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হলেও এখন জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের কর্মী বেশ ধারণ করে চেষ্টা করছেন। চট্টগ্রাম আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। আওয়ামীপন্থি সিবিএ নেতাদের ভোল পালটে জাতীয়তাবাদী সাজার চেষ্টা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে তোলপাড় চলছে।
আদালত সূত্র জানায়, জুলাই-আগস্টে তীব্র ছাত্র-জনতার আন্দোলনে নগরীর সিটি কলেজ এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ভুক্তভোগী মাশফিকুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী সদরঘাট থানায় মামলা দায়ের করেন। মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন ওরফে আকবর, দপ্তর সম্পাদক বাবু রনি কর, সদস্য রাজীব ধরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া রয়েছেন কর্ণফুলী থানা আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ আলী, মো. আয়ুব।
সদরঘাট থানার মামলায় তারা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন। গত ১০ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুর রহমানকে সবাই আওয়ামীপন্থি সিবিএ নেতা হিসেবে চিনলেও জামিন পেতে আদালতে তাকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বরমা ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়েছে। জামিন আবেদনে উল্লেখ করেছেন- ‘মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য হন। হামিদুর রহমান মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরমা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সদস্য এবং চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদের নির্বাচিত সাবেক সমাজ কল্যাণ ও অ্যাপ্যায়ন সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। ইহাতে স্পষ্ট যে, আসামী মেঘনা পেট্র্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের জড়িত এবং কোন প্রকার আওয়ামী লীগের রাজনীতির সহিত জড়িত নয়। আসামীরা জাতীয়তাবাদী আদর্শের ব্যক্তি হওয়া স্বত্ত্বেও মিথ্যাভাবে উক্ত মামলায় জড়ানো হয়েছে।
মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের নথি ঘেটে দেখা যায়, শ্রমিক লীগ নেতা হিসেবে ২০২৪ সালের ৬ জুলাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন ওরফে আকবরসহ অনেকে। ২০২২ সালের ২০ জুন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি নূর কুতুব আলম মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে হামিদুর রহমানকে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পত্র দিয়েছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলের একাধিক মন্ত্রী, এমপি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ একাধিক নেতার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে।