গ্রাম-গঞ্জ-শহর
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি গঠন
পাঁচ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
Printed Edition
পাঁচ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গতকাল সোমবার এক অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এ অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জহুরুল আলম ও অ্যাডভোকেট রফিক আহম্মদ। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অ্যাডহক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন সমিতির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক।