পাঁচ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গতকাল সোমবার এক অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এ অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীকে আহ্বায়ক করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জহুরুল আলম ও অ্যাডভোকেট রফিক আহম্মদ। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অ্যাডহক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন সমিতির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রাজ্জাক।