শরণখোলা সংবাদদাতা : শরণখোলার তাফালবাড়ি সমাজকল্যাণ সমিতির উদ্যোগে সম্প্রতি তাফালবাড়ি স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম কবির।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, সাউথখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক গোলাম সরোয়ার, ফ্রি মেডিকেল ক্যাম্পের পরিচালক ও রায়েন্দা দারুল হেদাঃ নেছারুল উলুম ফাজিল মাদরাসার শিক্ষক মোঃ নাসরুল্লাহ, তাফালবাড়ি সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হুদা শাহাদাত, বর্তমান সভাপতি মোঃ রফিক সিকদার, সাউথখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রেজাউল ইসলাম সাগর, মোঃ ইমাম হোসাইন (ডেন্টিস্ট), মাওলানা মহিব্বুল্লাহ, মোঃ সোহেল ফকির সহ আরো অনেকে।