নীলফামারীর জলঢাকা উপজেলার বেলতলী ডালিয়া রোডে রবিবার দুপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মধ্যাহ্নভোজ বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে এসো দেশ গড়ি ফাউন্ডেশন। সমাজ উন্নয়ন ও মানবসেবার উদ্দেশ্যে সংগঠনের এই আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

খাদ্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মুজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কামরুজ্জামান, সমাজসেবা অফিসার, জলঢাকা উপজেলা। এ ছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জামায়াতের

নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসো দেশ গড়ি ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ জানায়, মোট ৫৫০ জন সুবিধাবঞ্চিত মানুষকে খাবার পরিবেশন করা হয়।