কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নির্বাচনী গনসংযোগ করেছেন।
শনিবার (৮ নভেম্বর) উপজেলা সদরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪-আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অঅনায়ার খান এই গনসংযোগ করেন। ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে নির্বাচনী গনসংযোগে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী গনসংযোগে ভোটারদের দ্বারে দ্বারে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব অঅনায়ার খান হাতপাখা প্রতীকের লিফলেট তুলে দেন । এ সময় তিনি বলেন, কল্যাণের পক্ষে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি, সেখানে আর কোন দুর্নীতি, বৈষম্য ও চাঁদাবাজদের স্থান হবে না। যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত, ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব।
তিনি আরো বলেন পুরনো ব্যবস্থার মাধ্যমে এই দেশে উন্নয়ন, সমৃদ্ধি আর শান্তি আসতে পারে না। তাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ।