বর্ষবরণ

পাবনা সংবাদদাতা : বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রেসক্লাব পাবনার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বাংগালী জাতির কাক্সিক্ষত পহেলা বৈশাখ নিয়ে আলোচনা সভা, দোয়া, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও শহরের প্রধান প্রধান সড়কে রর্‌্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। কর্মসূচী শেষে মিষ্টিমুখ, ক্লাব সদস্য ও অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রেসক্লাব পাবনা’র সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব সভাপতিত্ব করেন।

আইনশৃঙ্খলা কমিটির সভা

সাদুল্লাপুর সংবাদদাতা : সাদুল্লাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম ।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরন দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রবিউল ইসলাম ,ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান ও সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক।

হসপিটাল উদ্বোধন

মনোহরগঞ্জ সংবাদদাতা : উন্নত চিকিৎসা বঞ্চিত উপজেলাবাসীর সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে উদ্বোধন করা হলো মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটাল। গত মঙ্গলবার ১৫ এপ্রিল বেলা ১১টায় মনোহরগঞ্জ পদ্মা জেনারেল হসপিটালের এমডি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সহ সেক্রেটারি মোঃ আবুল কালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুবদলের সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর।

ওরিয়েন্টেশেন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সন্তোষপুর গ্রামে রামপাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স বাংলদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন কর্মসূচী পালন করা হয়।অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জি, এম অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার,উপসহকারী কৃষি অফিসার রানা অধিকারী, বিবেকানন্দ পাল প্রমুখ।

জাটকা সংরক্ষণ অভিযান

চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা: চরফ্যাশনের উপকূলের মিঠাপানি অধ্যুষিত মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হয়েছে। মার্চের শুরু থেকে এপ্রিলের শেষদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।

জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগিতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ৫২টি অভিযান এবং ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই অভিযানে ইলিশ জাল ০.৯৮ লক্ষ মিটার, কারেন্ট জাল ১.৭৭ লক্ষ মিটার এবং অন্যান্য জাল ১১৭টি জব্দ করা হয়। একইসাথে জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৬ জনের জেল ও ৪১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে।

পাঠাগার উদ্বোধন

মতলব উত্তর : চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নং ওয়ার্ড ঘনিয়ারপাড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের অফিস কক্ষ উদ্বোধন করা হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড ঘনিয়ারপাড়ের উপজেলা সড়ক ব্রিজ সংলগ্ন এলাকায় আলোচনা ও দোয়া মাহফিল শেষে উক্ত পাঠাগারের উদ্বোধন করেন চাঁদপুর-০২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবদুল মোবিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির, ছেংগারচর পৌরসভার জামায়াতের সভাপতি অধ্যাপক মোঃ রবিউল আলম, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহীম খলিল মোল্লা, ওয়াদুদ মাস্টার, জাব্বার দেওয়ান, শহীদুল্লাহ্ দেওয়ান প্রমুখ।