সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন সহ যুবলীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে সিআইডি।

সম্প্রতি এতথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের জিআরও জুয়েল রানা এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয় হত্যা মামলার তদন্ত শেষে আদালতে চার্জশীট জমা দিয়েছে সিআইডি। চার্জশিটে ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। আসামীর মধ্যে ৪ জন জামিনে আছেন। ১২ জন পলাতক রয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর চার্জশিট গ্রহণের উপর শুনানি হতে পারে।

মামলার আসামীরা হলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদ, যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয়, আল-আমিন, জাহিদুল ইসলাম, সাব্বির হোসেন, সোহাগ, পারভেজ রেজা, তরিকুজ্জামান লিয়ন, মামুন, রাশিদুল হাসান রাশেদ, জুবায়ের হোসেন ও আলআমিন বাবু।