ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত চিকিৎসক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন এনডিএফ বাংলাদেশ সেক্রেটারী জেনারেল প্রফেসর ডা: মো: মাহমুদ হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী এনডিএফ জেলা প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, নোয়াখালী জেলা জামায়াতের আমীর মোঃ ইসহাক খন্দকার।
১৩ মে (মঙ্গলবার) রাত ৯টায় নোয়াখালী জেলার সম্মানিত ডাক্তারদের উপস্থিতিতে গ্রীন হল চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে প্রীতিসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাঃ মোঃ মাহমুদ হোসেন বলেন, চিকিৎসকদের আত্মঅহংকার ও অবৈধ আয়ের লোভ ত্যাগ করতে হবে এবং প্রকৃত দ্বীনের দায়ী হিসেবে নিজেদের তৈরি করতে হবে।
প্রধান বক্তা জনাব ইসহাক খন্দকার বলেন, চিকিৎসকদেরকে সত্যিকার মুসলিম ও মানবতাবাদী ডাক্তার হতে হবে।
নোয়াখালী এনডিএফ সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ সোহরাব ফারুকীর সভাপতিত্ত্বে ও ডাঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আমিনুর রহমান, এনডিএফ এর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডাঃ মুজিবুর রহমান, অধ্যাপক ডাঃ ফজলুল হক, সাবেক অধ্যক্ষ ডাঃ উজিরে আজম, তত্ত্বাবধায়ক ডাঃ ফরিদ উদ্দিন, ম্যাটস অধ্যক্ষ শায়লা আক্তার জুম্মা, ডাঃ ফরিদুল ইসলাম, সেক্রেটারী এনডিএফ নোয়াখালী।