রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার কাঁচাসড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এই মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়ন এর ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন, আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন, সিদ্দিকিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম, ৯নং লেবুবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ, মাহিম প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের মোল্লাবাড়ি থেকে জোড়াপোল পর্যন্ত ৪ কিলোমিটার কাঁচা রাস্তাটি স্বাধীনতার পরপরই নির্মিত হয়। ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটির উন্নয়ন হয়নি। বিগত সরকারের আমলে শুধু উন্নয়নের কথা শুনেছি, চোখে দেখেনি।আমাদের এলাকায় এমন উন্নয়ন হয়েছে, যে উন্নয়নে আজ পানিতে ভাসছি।

বর্ষা মৌসুমে বৃষ্টিতে এই কাঁচা সড়কটি কাদামাটিতে একাকার হয়ে যাতায়াতে ২-৩টি ওয়ার্ডের কয়েক হাজার জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েন। কৃষিপণ্য বাজারজাত করণ সমস্যা ছাড়াও, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও কাঁচা রস্তায় চলচলে চরম বিপাকে পড়েন। এছাড়া যোগাযোগ ব্যবস্থার অভাবে কোন রোগীকে ও দ্রুত সময়ে হাসপাতালে নেয়া যায় না। এজন্য উপজেলা প্রশাসনের কাছে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত সড়কটি প্রশস্ত করে পাকাকরণের দাবী জানান বক্তাগণ।

মানববন্ধন শেষে এলাকাবাসী প্রতিবাদ স্বরূপ, কর্দামাক্ত রাস্তায় কচু গাছের চারা রোপণ করে।