ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়। তিনি সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি।

সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। গতকাল বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর, মাওলানা মো: মোবারক হোসাইন ও জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম এক যৌথ শোক বার্তায় বলেন, জনাব ফেরদৌস আরা দেশের একজন মেধাবী, চৌকস অফিসার ছিলেন, ব্রাহ্মণবাড়িয়াতে সুনামের সাথে তার দায়িত্ব পালন করে গেছেন, তার এই মৃত্যু দেশের জন্য এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা মহান আল্লাহতালার কাছে দোয়া করছি মহান আল্লাহতালা যেনো ওনার দুনিয়ার জীবনে ভুল ত্রুটিগুলো মাফ করে জান্নাতবাসী করেন ও তার পরিবারের সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দান করুন।