মো. লাভলু শেখ, লালমনিরহাট : জমির ড্রেন খুঁড়তে কৃষক মাটির নিচ থেকে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার কৃষক আব্দুল আজিজ গ্রেনেডটি দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি থানায় নিয়ে আসেন। আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি ডিসপোজ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত এটি থানায় নিরাপদে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’