ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছে।

ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে অসুস্থ হওয়ার পর তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানান আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাকরায়েন সিদ্দিক। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান আরেফিন সিদ্দিক। তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

পরে আইসিইউতে নেওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানান সাকরায়েন সিদ্দিক।