ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং

নকলা (শেরপুর) সংবাদদাতা : শেরপুর নকলায় ২নং নকলা ইউনিয়নে ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং সেবা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল ২নং নকলা ইউনিয়ন ছত্রকোনা মোড়ের মরহুম সামছুল হক ডিলারের বাড়িতে জনসাধারণের মাঝে ফ্রি সেবা প্রদান করা হয়।

২নং নকলা ইউনিয়নের কৃতি সন্তান সাংবাদিক রেজাউল হাসান সাফিতের উদ্যোগে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার সার্বিক ব্যবস্থাপনায় ৭৫ জন মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা এবং ব্লাড গ্রুপিং ৬০ জনকে ফ্রি সেবা প্রদান করা হয়।

এ সময় আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের ম্যানেজার শরিফুল ইসলাম শরিফ, এমবিবিএস (ডি ইউ) পিজিটি মেডিসিন ডাঃ রিফাত হোসেন, এমবিবিএস (ডি ইউ) পিজিটি গাইনি ডাঃ শারমিন সুলতানা, ছত্রকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম প্রমুখগণ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা কমিটির সভা

মহেশখালী (কক্সবাজার) : মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ এপ্রিল সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার হেদায়েত উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ নৌবাহিনী মহেশখালীর কন্টিনজেন্ট প্রতিনিধি লেঃ মোহাইমেন হোসেন মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক। মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, এনজিও কর্মী আজিজ সিকদার প্রমুখ।

মানববন্ধন

সোনাইমুড়ী (নোয়াখালী) : নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। গত ২৬ এপ্রিল দুপুরে সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ও বিকাল ৩টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সম্প্রতি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নৈতিকতা, শুদ্ধাচার ও আচরণের মান উন্নয়ন, সহকারী কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯, অভ্যন্তরীণ নিরীক্ষার পদ্ধতি ও অডিট আপত্তি নিষ্পত্তি/সহজীকরণ, সামাজিক নিরাপত্তা অডিটের কর্মপদ্ধতি এবং আপত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের ওপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তর, ঢাকার অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ সেলিমুল আজম। সভাপতিত্ব করেন গাজীপুর জেলার ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ শফি আফজালুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক সোহেল আহমেদ সুফল।

করণীয় শীর্ষক সভা

ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানিতে শিক্ষার মান উন্নয়নে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ সাঈদী। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর মোঃ হাবিবুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আশ্রাফুল ইসলাম, সেক্রেটারি মোঃ রাহাতুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন। সভায় বক্তারা মান সম্পন্ন শিক্ষায় শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের যথাযথ ভূমিকা পালনে তাগিদ দেন।

গাকৃবিতে কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর : হাওড় অঞ্চলের কৃষকদের স্বল্পমেয়াদি ধান চাষে আগ্রহ তৈরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। “বাংলাদেশের হাওড় (মিঠা পানির জলাভূমি) অঞ্চলে আকস্মিক বন্যাপ্রবণ পরিবেশে কৃষকদের স্বল্প-মেয়াদি ধান চাষে আগ্রহ বুঝার বিষয়ে ফলাফল প্রকাশনা কর্মশালা” শিরোনামে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন গাকৃবির কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী তামিম রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাকৃবির উপ-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

স্মরণ সভা

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোট সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ডাক্তার একে এম কামারুজ্জামানের পিতা সাবেক এমএলএ হাসানুজ্জামান খানের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ফিরোজ-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপ ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব-উজ-জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হাসান আহম্মেদ মজুমদার।