মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার পুর্ব-উত্তর পাশ ঘেষে আবহমান বাংলার প্রবাহিত খরস্রোত আড়িয়াল খাঁর শাখা, টরকী পালরদী নদী। আর এ নদীকে কেন্দ্র করে এই এ অঞ্চলের সভ্যতা সংস্কৃতি সহ আসপাশের এলাকার মানুষের জীবিকার অন্যতম কেন্দ্রস্থল হয়ে ওঠেছিল টরকী বন্দর।

কালের আবর্তনে হারিয়েছে তার চিরচেনা জৌলাস খড়স্রোত যৌবন, হারিয়েছে পানির প্রবাহ নেমে গেছে ভূগর্ভস্থ পানিরস্তর, হারিয়েছে দেশীয় প্রজাতির মাছ। বিপন্ন হয়েছে পরিবেশ, ফলে কৃষি জমিতে সেচ এবং খাবার পানির সংকট দেখা দিয়াছে।

জানা যায়, আড়িয়াল খাঁ, পদ্মা নদীর শাখা নদীর অতীত নাম ছিল ভুবনেশ্বর। ততকালীন জমিদার ১৮০১ সালে প্রাচীন পদ্মার দক্ষিণাংশের সাথে সংযুক্ত করে খাল খনন করেন। ঐ এলাকার জমিদার আরিয়াল খাঁ, খালটি খনন করে, খালটি কাল ক্রমে ভুবনেশ্বর নদীকে গ্রাস করে, সেখান থেকে এ নদীর নাম হয়ে যায় আড়িয়াল খাঁ নদ। পদ্মার গোয়ালন্দ ঘাট থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দৈর্ঘ গড় প্রস্ত ৩০০মিটার। প্রবাহিত হয়ে ফরিদপুর, মাদারীপুর হয়ে বরিশালের গৌরনদী উপজোর সিমানা দিয়ে প্রবাহিত হয়। নদীর গতিপথ আঁকা বাকাঁ উনিশ শতকের শেষের দিকে মাদারীপুরের কাছে আড়িয়াল খাঁ এসে দুটি শাখায় বিভক্ত হয়ে ডান দিকে গৌরনদী উপজেলার মধ্যে দিয়া টরকী পালরদী নদী। আর বাঁ দিকে প্রবাহিত হয়ে আড়িয়াল খাঁ চলে যায় রামচর হয়ে মুলাদি দিয়ে তেতুলিয়া নদীর সাথে মিশে যায়। আড়িয়াল খাঁর শাখা টরকী পালরদী নদীটির দৈর্ঘ্য৩৪ কিলোমিটার গড় প্রস্ত ৫৫ মিটার, এটি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলী নগরে ইউনিয়ানে প্রবাহমান আড়িয়াল খাঁ নদী হতে উৎপত্তি লাভ করেছে। এটি গৌরনদী উপজেলর হোসনাবাদ পর্যন্ত প্রবাহিত হয়। এক সময় নদীতে খড়স্রোত থাকলেও বর্তমানে নদীটি শুকিয়ে গেছে।

আবহমান কাল ছিল টরকী বন্দর ব্যাবসা বাণিজ্যের কেন্দ্রস্থল এখানে, শরিয়াতপুর, জাজিরা, ঘোষেরহাট, মুলাদী, মাদারীপুর, ডামুড্ডা, পালং, শিবচর, চরমুগিরা থেকে নৌকা যোগে ব্যবসাইরা টরকী বন্দর আসতো এ ছাড়া ঢাকা নারায়নগঞ্জ থেকে নিয়মিত লঞ্চ আসা যাওয়া করত। নদীর নব্যতা না থাকায় নৌকায় ব্যাবসা বাণিজ্য আগেই বন্দ হয়ে গেছে। লঞ্চ গৌনদীর হোসনাবাদ পর্যন্ত আসা যাওয়া করছিল, এখন পদ্মা সেতু হওয়ার ফলে একেবারে বন্দ হয়ে গেছে।

গবেষকরা বলছেন নদী খনন করা জরুরি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় পানি শূন্যতায় চৌচির হয়ে পড়ছে খাল বিল পুকুর নলকুপে পানি পাওয়া যাচ্ছে না। পরিবেশ বাঁচাতে কৃষি কাজ সহ পানির অভাব দুর করতে আড়িয়াল খাঁর শাখা টরকী পালরদী নদী খনন করা প্রায়োজন।