বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পুনর্গঠিত কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির প্রথম সভা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর’স মিটিং হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ও কমিটির সদস্য সচিব খান মো. মনোয়ার ইসলাম ২০২৪-২০২৫ অর্থবছরের ১৪টি সম্পাদিত কার্যক্রমের একটি পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য আইকিউএসি’র পক্ষ থেকে বাউবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষার মানোন্নয়নে ২৮টি কর্মপরিকল্পনার খসড়া প্রস্তাব উত্থাপন করেন।

এই প্রস্তাবনার ওপর সভায় উপস্থিত সদস্যবৃন্দ গঠনমূলক মতামত প্রদান করেন।

সভায় ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “বাউবি একটি ব্যতিক্রমী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এখানে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা প্রতিষ্ঠা করাই আমাদের বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি, আইকিউএসি টিম এ চ্যালেঞ্জ মোকাবেলায় ইতোমধ্যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। তিনি আরও বলেন, “শুধু সেমিনার, ট্রেনিং বা ওয়ার্কশপ আয়োজনেই সীমাবদ্ধ না থেকে আইকিউএসি’র উচিত হবে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে বাউবির স্কুল ও বিভাগসমূহের সঙ্গে কার্যকর সমন্বয় সভা আয়োজন করা।

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, আইকিউএসি বাউবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুণগত উন্নয়ন আনয়নে একটি নীতিনির্ধারক ও কৌশলগত সেল হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চলমান পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাউবি আগামী দিনে আরও কার্যকর, প্রভাবশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সকলে।