নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা এর যৌথ উদ্যোগে নেত্রকোণা জেলার মদন উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

১৮ ডিসেম্বর সকাল থেকে বিকাল ৪টা পযন্ত পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন মদন উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন। মোবাইল কোর্টে মদন উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং মদন থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।উক্ত মোবাইল কোর্টে দুইটি (০২) ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং দুই লক্ষ (২০০০০০/-) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।