পাবনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য,পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (জেলা সদর ) আসনে এমপি পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেছেন, প্রতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের বর্জন করতে হবে।
তিনি গত মঙ্গলবার পাবনা পৌরসভার ৭ও ৮ নং ওয়ার্ডে জনসংযোগকালে সাধারণ জনতার উদ্দেশ্যে একথা বলেন। জনসংযোগ পরিচালনা করেন ৮ নং ওয়ার্ডের আমির মাওলানা আব্দুস সামাদ, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের আমির অধ্যাপক আব্দুল্লাহ, ৮ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি কাজী আসাদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন কাতার, বিশিষ্ট ব্যাংকার আব্দুল মতিন, মোহাম্মদ আলী জিন্নাহ,জামায়াত নেতা জামাল হোসেন, মাসুদুর রহমান মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রিন্সিপাল ইকবাল হোসেন এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দাঁড়িপাল্লার পক্ষে তো দোয়া প্রার্থনা করেন। তিনি রাস্তায় ইজিবাই, রিক্সা, ভ্যান ডাইভারদের সাথেও ভোট প্রার্থনা করেন। এসময় এলাকার সাধারণ জনগণ বাসা বাড়ি থেকে বেরিয়ে তার সাথে ভোট প্রার্থনায় মিলিত হয়।