শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : নির্মম এক রাতের রক্তাক্ত অধ্যায়ের অবসান, আট মাস পর অবশেষে ধরা পড়লো কিশোর গ্যাং লিডার ‘পিস্তল রুবেল’। গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলাম বাদশা (৪০) হত্যাকাণ্ডের প্রায় আট মাস পর অবশেষে গ্রেফতার হলো আলোচিত কিশোর গ্যাং লিডার ‘পিস্তল রুবেল’। গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে রুবেল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।
গত ১০ সেপ্টেম্বর দুপুরে তাদের গাজীপুর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক।
গ্রেফতারকৃতরা হলেন-কেওয়া পশ্চিমখণ্ড এলাকার আলী আকবরের ছেলে রুবেল হোসেন ওরফে ‘পিস্তল রুবেল’ (৩০), তার সহযোগী একই এলাকার শামীমের ছেলে সাব্বির হোসেন (২০) এবং হাজাঙ্গীর হোসেনের ছেলে সজীব হোসেন (২২)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।