আগামী পহেলা ডিসেম্বর (সোমবার) দুপুর ২টার নগরীর বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) মহাসমাবেশ বাস্তবায়নে চলছে ব্যাপক প্রস্তুতি। এ মহাসমাবেশ সফল করতে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটিসহ ১১ টি উপকমিটি গঠন করা হয়েছে। প্রতিদিনই চলছে মহানগরী, জেলা, উপজেলা ও থানা থানায় প্রস্তুতি সভা ও মিছিল। আন্দোলনরত ৮ দলের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় নগরীর রয়্যাল মোড়স্থ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগরী সভাপতি মুফতী শরীফ সাঈদুর রহমানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খেলাফত মজলিস খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী সভাপতি মুফতী আমানুল্লাহ, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মুফতী ওলিউল্লাহ মাহমুদ, খেলাফত মজলিস খুলনা মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশীদ, খেলাফত মজলিস খুলনা জেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক, বাংলাদেশ ডেভালপমেন্ট পার্টি (বিডিপি) খুলনা জেলা সভাপতি এডভোকেট আবু ইউসুফ মোল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলন খুলনা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা মো. ইব্রাহিম খলিল, মুফতী মশিউর রহমান, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় মহাসমাবেশের সামগ্রীক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, ডেকোরেশন, শৃংখলা, যোগাযোগ ব্যবস্থা এবং জনসাধারণের উপস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী. বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র আল রাশেদ প্রধান।