সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : সরাইল উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের চলতি মাসে পরপর ৩ দিনে দুই গোষ্ঠির দেওড়া গ্রামের মেগুরহাটির শিপন মিয়া ও একই গ্রামের চারুহাটির দানা মিয়া গোষ্ঠির সাথে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বিকালে ঝগরা শুরু হয়। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারা মারি শুরু হয়। দানা মিয়ার গোষ্ঠির একজন গুরুত্বর আহত হলে সরাইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাহাকে মৃত্যু ঘোষণা করেন। তার নাম আফরুজ আলী (৬০), পিতা মৃত ঃ ফুল মিয়া, সাং- দেওড়া চারুহাটি, চলতি মাসে শাহজাদাপুর দেওড়া গ্রামে এই দুই গোষ্ঠির ১৫/১১/২০২৫ হইতে ১৮/১১/২০২৫ ও গত ২৩/১১/২০২৫ ইং তারিখে মোট আহতের সংখ্যা প্রায় শতধিক। নিহত ১জন। গ্রামের প্রায় ২০ জন গ্রেফতার। উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করিতেছে। দুই গোষ্ঠির লোকজন পাশর্^বর্তী গ্রাম থেকে টাকা বিনিময়ে মারামারির জন্য লোকজন ভাড়া করে আনা হয়েছে। হেলমেট দেশীয় অস্ত্রসস্ত্র মজুত রয়েছে। সরাইল থানার ওসি মোর্শেদ আলম চৌধুরী জানান হত্যার মামলার প্রস্ততি চলমান, এলাকায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী মোতায়ন রয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১ জন নিহত ৩০ জন আহত
সরাইল উপজেলার শাহ্জাদাপুর ইউনিয়নের চলতি মাসে পরপর ৩ দিনে দুই গোষ্ঠির দেওড়া গ্রামের মেগুরহাটির শিপন মিয়া ও একই গ্রামের চারুহাটির দানা মিয়া গোষ্ঠির