নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মাঝরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ টি স্টেশনের ৭ ইউনিট চার ঘন্টা চেষ্টার পর সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,
বুধবার রাত পৌনে দুইটার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকার প্লাস্টিক সাইন বিডি নামক কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের ৩টি, হাজীগঞ্জের ২টি ও ফতুল্লার ২টিসহ মোট ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানাটিতে দাহ্য প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপন করা যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ারসার্ভিস।
এদিকে অগ্নিকা-ের ফলে কারখানাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।