গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ, হারুন অর রশিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে টঙ্গী অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই, অজ্ঞানপার্টি ও থাবা পার্টির তৎপরতা প্রতিরোধসহ নগরবাসীর নিরাপত্তা জোরদার করার নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।
ড. হাফিজুর রহমান বলেন, “টঙ্গীকে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নগরীতে পরিণত করতে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।চ্ তিনি আরও বলেন, “চিহ্নিত অপরাধচক্র দমনে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেই আমাদের প্রস্তুতি। জননিরাপত্তা নিশ্চিত করা ও সবার জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলাই আমাদের প্রতিশ্রুতি।
আলোচনায় গণপরিবহনে সক্রিয় অজ্ঞানপার্টি, থাবা পার্টি (জানালা দিয়ে ছিনতাই) ও পকেটমার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা, নাগরিক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদার, এবং অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানার আমীর, আনোয়ার হোসাইনসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।
ওসি, হারুন অর রশিদ টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সামাজিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “অপরাধ দমনে পুলিশ একা নয়, জনগণের অংশগ্রহণই হতে পারে প্রকৃত নিরাপত্তার ভিত্তি।